মোঃ এম এ খাঁন ইমন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় কাপরের দোকানে চাঁদা না পেয়ে আমিনুর রহমান নামে এক কাপর ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে উজ্জ্বল হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে।
কাপর ব্যবসায়ী আমিনুর রহমানের অভিযোগ একই এলাকার রফিকুল ইসলামের পুত্র উজ্জ্বল হোসেন প্রায় সময় এসে তার দোকানে চাঁদা দাবি করেন।
প্রতিবারের ন্যায় সোমবার দুপুরে ৫০০০ টাকা চাঁদা দাবি করেন, দাবিকৃত টাকা না দেওয়ার কারনে তাকে মারধর করেন।
আমিনুর রহমানের দাবি উজ্জ্বল একজন মাদকসেবি। এ ঘটনায় আমিনুর রহমান বাদি হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তবে এ বিষয়ে উজ্জ্বলের কাছে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানা পুলিশ জানান অভিযোগের আলোকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে