মাহাবুল ইসলাম গাজীপুর:
গাজীপুরে পিকনিক বাসে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবাসহ ৪ কারবারি আটক
গাজীপুরের পুবাইলে কক্সবাজার থেকে আসা পিকনিকের বাসে তল্লাশি চালিয়ে এক লক্ষ পঁচিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ । এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয়।
২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন । ইয়াবা বহনকারী ওই বাসটিকে জব্দ করা হয়েছে । সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের কামারগাও এলাকায় থেকে ইয়াবা উদ্ধার ও মাদক কারবারীদের আটক করা হয় ।
পুলিশ জানায়, স্থানীয় লোকদের বিনা খরচে কক্সবাজার বেড়াতে নিয়ে সেখান থেকে ওই বাসে ইয়াবা চালান গাজীপুরে নিয়ে আসতো মাদক কারবারিরা । বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় জিএমপি গোয়েন্দা । কক্সবাজার থেকে টঙ্গীগামী মাদক বহনকারী ওই পিকনিকের বাসটি সোমবার গাজীপুর মহানগরের পুবাইল কুমারগাও এলাকায় পৌছলে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ ।
এ সময় তল্লাশি চালিয়ে বাসের ভিতরে বিভিন্ন স্থান থেকে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ । বাসে থাকা চার মাদক কারবারি আটক করা হয় ।
আটকরা হচ্ছে, শামীম হোসেন। গাজীপুর মহানগরের টঙ্গীপুর্ব থানার গাজীপুরা এলাকার আবুল কাশেমের ছেলে ইমারত হোসেন। একই এলাকার মোহাম্মদ ইমান আলীর ছেলে, ইব্রাহীম খলিল।
ময়মনসিংহের ত্রিশাল থানার ধানখোলা এলাকার মৃত আইয়ুব আলী খানের ছেলে এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার দেবগ্রাম এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ।
জিএমপির উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন জানান, মাদক বহনকারী বাসটি জব্দ করা হয়েছে । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা । আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss