দীর্ঘ ৩৮ বছর পর অপারেশনের কার্যক্রম শুরু হয়েছে আজ ১৮/০২/২০২৪ ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাগাতিপাড়া, নাটোরের অপারেশন থিয়েটারে সিজারিয়ান সেকশন অপারেশনের মাধ্যমে আমরা অপারেশনের কার্যক্রম শুরু করলাম। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই মহৎ কাজের সার্বিক সহযোগিতায় যিনি আছেন নাটোর জেলার গর্ব Saidur Rahman স্যার মহাপরিচালক-এনজিও বিষয়ক ব্যুরো, নাটোর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মসিউর রহমান স্যার, সকল কাজে আমাদের পাশে থেকে সহযোগিতাকারী ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক স্যার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, এনাস্থেসিয়ার বিশেষজ্ঞ ও কনসালটেন্ট আমি নিজে, গাইনী ও প্রসুতি বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাঃখন্দকার মাহবুবা জান্নাত, মেডিকেল অফিসার ডাঃ রেজাউল, সহায়তাকারি সকল সিনিয়র স্টাফ নার্স সহ সকল কর্মকর্তা কর্মচারীকে।
বাগাতিপাড়া বাসীর দোয়া ও সহযোগীতায় সবাই মিলে এই কাজকর্ম চলমান রাখবো ইনশাআল্লাহ্।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss