
কুমিল্লা জেলা প্রতিনিধি:-
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রোহিঙ্গা নাগরিকদের জন্য ভুয়া পাসপোর্ট তৈরির একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ অভিযানে ১৪ টি ভুয়া পাসপোর্ট ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
গত ১৬ ফেব্রুয়ারী, মোঃ ইয়াছির নামে এক রোহিঙ্গা নাগরিক কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট তৈরির জন্য আবেদন করে। পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার জবানবন্দীর ভিত্তিতে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন:-
মোঃ ফয়সাল মিয়া (২৮), ব্রাহ্মণচাপিতলা, মুরাদনগর, কুমিল্লা
মোঃ মোশারফ হোসেন (৪২), আড়াইওরা পশ্চিম পাড়া (ভোলানগর,পাসপোর্ট অফিসের উওর পাশে), কোতয়ালী,কুমিল্লা
মোঃ শরিফুল ইসলাম প্রকাশ্যে শরিফ (২২), বাখরনগর,(শাহাজান মেম্বার বাড়ী), মুরাদনগর, কুমিল্লা
এ অভিযানের সময়, চক্রের মূল হোতা নাসিরুল্লাহ (২৮) কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধেও পাসপোর্ট আইনে মামলা রুজু করা হচ্ছে বলে জানান ডিবির ওসি রাজেশ বড়ূয়া।
এই গ্রেপ্তারি রোহিঙ্গাদের জন্য ভুয়া পাসপোর্ট তৈরির চক্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পুলিশ পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।