ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ
শনিবার সকাল সাড়ে ১০টায় যশোর ঝিগোরগাছা ফুলের রাজ্যে গতখালী পর্যটক রান্না বাড়ি নামক স্থানে দৈনিক যশোর বার্তা পত্রিকার বার্ষিক মিলন মেলায়
দৈনিক যশোর বার্তা পত্রিকার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন প্রথম স্হান অধিকার করায় তাকে বিশেষ সন্মাননা স্মারক প্রদান করেন দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক মোঃ শিহাব উদ্দিন,সহ অনেক গুনীজন বক্তব্য দেন।
যারা সন্মাননা স্মারক পেয়েছেন এরা হলেন।
১ । শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
২। মোঃ শরিফুল ইসলাম সিনিয়র প্রতিবেদক, যশোর,
৩। মোহাম্মদ মুজাহিদ, ঘাতক্ষীরা ব্যুরো প্রধান ৪। আজিজুর রহমান কেশবপুর (যশোর প্রতিনিধি ৫। শাহানুর আলম ঝিনাইদহ প্রতিনিধি৬। রবিউল ইসলামকালিগঞ্জ (ঝিনাইদহ)
৭। ইমদাদুল হক প্রতিনিধি পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ৮। এম ইদ্রিস আলী ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ৯। খালেকুজ্জামান কাকা বিশেষ প্রতিনিধি ১০। মিঠুন দত্ত নিজস্ব প্রতিবেদক, অভয়নগর ১১) মোখলেছুর রহমান জয়, গাজীপুর জেলা প্রতিনিধি প্রমুখ।।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss