শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

_আলেম গণ _ নবী গণের উয়ারীশ………

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৮ Time View

মোঃ সজীব শেখ : মাগুরা জেলা প্রতিনিধি

কাশীপুর সিন্দাইন ঈদগাহ গোরস্থান মাদ্রাসা _
দ্বীনের এক মহা মারকাজ

অত্র মাদ্রাসা প্রতিষ্ঠানের মোহতামীম – ৮ গ্রামের মানুষ এর প্রান প্রিয় হুজুর ওস্তাদ _আমাদের….

হযরত হাঃ মাওঃ জাকির হুসাইন _

★তুমি যাকে ভালোবাসবে হাশরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। হযরত মুহাম্মাদ সাঃ। ★যারা শুধু আল্লাহ তাআলার প্রতি । বিশ্বাস স্থাপন করেন। -আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন। মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে। ___ হযরত আলী (রাঃ)

কিছু কথা_ আজ একটা পোষ্ট হুজুরের ছিলো _দেখা মাত্রই বলে উঠলাম আলহামদুলিল্লাহ _

পোষ্ট:কেউ বলেন সততার পুরস্কার, কেউবা বলেন ভালোবাসার পুরস্কার, যেটাই হোক রাব্বে কারিমের দরবারে কবুল হোক এটাই ফরিয়াদ রইল।
গত 5/12/2023 ইশার নামাজের সময় কাশিপুর জামে মসজিদের সামনে থেকে আমার গাড়ি ডিসকাভার ১১০ সি সি হারিয়ে যায়।
তারপর কাশিপুর গ্রামবাসী ও কাশিপুর সিন্দাইন ঈদগাহ গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা মহম্মদপুর মাগুরা এর সম্মানিত কমিটির সদস্যদের যৌথ উদ্যোগে 11/2/2024 এই গাড়িটি ডিসকাভার ১২৫ আমাকে হাদিয়া দেন।
ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করবো না, রাব্বে কারিমের দরবারে এটাই ফরিয়াদ রইল যে,যাদের আন্তরিকতা ও সহযোগিতায় এই কাজটা হল আল্লাহ তায়ালা যেন তাদেরকে এর চেয়ে উত্তম প্রতিদান দান করেন। আমিন।
সকল মাসজিদ ও মাদ্রাসা কমিটির জন্য এটা একটা মডেল হয়ে থাকুক।

সত্যের সন্ধানে _ দৈনিক প্রথম বার্তার পক্ষ থেকে অত্র মাদ্রাসার সদস্য বিন্দু ও সকলের প্রতি ভালোবাসা অবিরাম অন্তহীন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102