আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):মুরাদনগর উপজেলার বাখরনগর ঠাকুরবাড়িতে ১৪ ই ফেব্রুয়ারী, ২০২৪ তারিখে বিদ্যারদেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আয়োজিত হয়েছে।
বাখরনগর হিন্দু কমিটির উদ্যোগে এই পূজা অনুষ্ঠিত হয়।
পূজার আয়োজন সম্পর্কে বাখরনগর হিন্দু কমিটির সদস্য বাবু সুমন চক্রবর্তী বলেন, “বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দুধর্মীয় বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা করা হয়। শিক্ষার্থীরা সরস্বতী মার কাছে বিদ্যার জন্য প্রার্থনা করেন এবং শ্রী শ্রী সরস্বতী মার কাছে পুষ্পঞ্জলী দেন।”
এই পূজায় বাখরনগর হিন্দু কমিটির সদস্যদের মধ্যে বাবু অমর চন্দ্র ভৌমিক, বাবু গোপাল চন্দ্র ভট্টাচার্য, বাবু স্বপন চক্রবর্তী, বাবু সমর চক্রবর্তী, বাবু টুটুন চক্রবর্তী, বাবু সমিরন চক্রবর্তী, এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।
পূজায় সকালে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে ঠাকুরবাড়িতে বিদ্যারদেবীর প্রতিমা স্থাপন করা হয়।
দিনভর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে প্রসাদ বিতরণ করা হয়।
এই পূজায় মুরাদনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেছিলেন।
পূজার আয়োজনে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরাও সহযোগিতা করেছিলেন।