নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
নীলফামারীর সৈয়দপুরে মসজিদে সিজদারত অবস্থায় ভোলা কোরাইশী (৫৩) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) শহরের আল ফারুক একাডেমি সংলগ্ন বাঁশবাড়ি জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজরত অবস্থায় তিনি মারা যান।
ভোলা কোরাইশি বাঁশবাড়ি পুরাতন কিলখানা এলাকার মৃত খয়রাতী কোরাইশীর ছেলে। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী (কসাই) ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ ভোরে বাঁশবাড়ী জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান ভোলা। ফরজ নামাজ শুরু হলে অন্যান্য মুসল্লীদের ডাকাডাকিতে সাড়া না পেয়ে নামাজ শেষে মুসল্লীরা টের পান তিনি মারা গেছেন। পরে পরিবারের লোকজন গিয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
নিহতের ছোট ভাই সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশী (ছটু) জানান, বড় ভাই ভোলা কোরাইশী অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন। নিয়মিত নামাজ আদায় করতেন। সারা বছর সপ্তাহে তিনদিন নফল রোজা রাখতেন।
সম্প্রতি তিনি নামাজের পর প্রতিদিন মুয়াজ্জিন সাহেবের কাছে সহীহ পদ্ধতিতে কোরআন শরিফ পড়া শিখছিলেন। তবে, এমন মৃত্যুর খবরে শহর জুড়ে আলোড়ন সৃষ্টির পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss