মোঃ এম এ খাঁন ইমন।
দক্ষিণ কোরিয়া থেকে মিটারগেজ লাল-সবুজ ১৪৭টি কোচ আমদানি চুক্তির শেষ লট চলে এসেছে
ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে খালাসের প্রক্রিয়া চলছে। এবারের লটে রয়েছে এসি কেবিন, ননএসি কেবিন পাওয়ারকার এবং ১টি সেলুনকার (পরিদর্শন গাড়ি)
বন্দরে খালাস প্রক্রিয়া শেষে নিয়ে আসা হবে পাহাড়তলী কারখানায়, সেখানে কোরিয়ান এবং বাংলাদেশী ইঞ্জিনিয়াদের সমন্বয়ে কমিশনিং এবং ট্রায়াল হওয়ার পরে চাহিদা অনুযায়ী রেলওয়ের পরিবহন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
পর্যায় ক্রমে কক্সবাজার, পর্যটক, সোনার বাংলা, সুবর্ন তে এসি কেবিন নন এসি কেবিন ইনক্লুড হওয়ার পর সেই খান থেকে ওই কোচ গুলি মহানগর গোধূলি , তূর্ণা তে যোগ হবে। এর পর টাইম ৫৩ অনুযায়ী ২০১৬ সালের পিটি ইনকা দিয়ে ঢাকা টু নোয়াখালী সূবর্ণচর এক্সপ্রেস রেক প্রতিস্থাপন হবে। তবে একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে।
কোরিয়ান কোচে ইতিমধ্যে চলতেছে সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার, পর্যটক এক্সপ্রেস ট্রেন সমূহ।
তথ্য ছবিঃ সংগৃহীত