মোঃ সজীব শেখ : মাগুরা জেলা প্রতিনিধি
পাল্লা ফুটবল একাডেমি, আজ আপনাদের সহযোগিতার এগিয়ে যাচ্ছে। আপনাদের চেষ্টায় এগিয়ে যাচ্ছে। পাল্লা গ্রাম বাসী আপনাদের কে জানায় অভিনন্দন ও বুক ভরা ভালো বাসা _ আপনারা এই বাংলার কৃতি সন্তান
কিছু কথা_তানভীর হায়দার
এখানেই খেলবে পাল্লা ফুটবল একাডেমী মুহম্মদপুর, মাগুরা।
১১ ও ১৩ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় ঢাকা কমলাপুর শহীদ মোস্তফা কামাল ষ্টেডিয়ামে আমাদের ম্যাচ।
সমগ্র বাংলাদেশ থেকে ১৬৮ টি একাডেমি থেকে প্রতিযোগিতার মাধ্যমে ১২ টি একাডেমি চুরান্ত পর্বে খেলবে তার মধ্যে পাল্লা ফুটবল একাডেমি একটি।
অনেক পরিশ্রমের মাধ্যমে এ পর্যন্ত এসেছি
আমি ঢাকাতে চ্যাম্পিয়ন হতে পারবোনা কিন্তু এপর্যন্ত আসতে পেরে আমি সন্তুষ্ট।
যারা পাল্লা ফুটবল একাডেমিকে সাহায্য সহোযগীতা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ।
জয় লাভ করেন পাল্লা ফুটবল একাডেমি _
৩- ২ গোলে বিজয়ী পাল্লা ফুটবল একাডেমী
শ্রদ্ধেয় আলহাজ্ব সৈয়দ কেরামত আলী কাকা অসংখ্য ধন্যবাদ আমার এই কঠিন সময়ে আমার একাডেমিকে অর্থনৈতিক সাহায্য করার জন্য।
বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এর চুরান্ত পর্বে ঢাকা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল ষ্টেডিয়ামে মুখোমুখি হয়। পাল্লা ফুটবল একাডেমি মাগুরা বনাম গাজীর চট ফুটবল একাডেমি সাভার নির্ধারিত সময়ে পাল্লা ফুটবল একাডেমি ৩ গোল
গাজীরচট ফুটবল একাডেমি ২ গোল দেয়
পাল্লা ফুটবল একাডেমির গোল দাতা
ইয়াসিন আরাফাত -২
নূর তালুকদার -১
আগামি ম্যাচ ১৬ ফেব্রুয়ারি
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss