প্রথম বার্তা নিজস্ব প্রতিবেদন মোঃ বিল্লাল হোসেন ১৪. ২. ২০২৪ বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কুমারশীল মোড় ব্যাটারি চালিত অটো রিক্সার জন্য সৃষ্টি হচ্ছে যানজট এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী সহ অসুবিধা ভুক্তভোগী স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ব্যবসায়ী স্থানীয় বাসিন্দা সহ অনেকে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে বিভিন্ন এলাকা থেকে অফিস আদালতে যাওয়া আসা করে এইখানে একটি সরকারি হসপিটাল রয়েছে আরো বিভিন্ন ক্লিনিক এবং ডায়গনিক সেন্টার রয়েছে যান জটের কারণে অসুস্থ রোগীদের কষ্ট ভোগ করতে হয় এই শহরে রয়েছে বিভিন্ন মার্কেট যানজটের কারণে বিভিন্ন মার্কেটে যাওয়া আসা র বিভিন্ন ক্রেতাদের সমস্যা হয় তাই ক্ষতির মুখে পড়ছে বিভিন্ন মার্কেট মালিক ও বিভিন্ন ব্যবসায়ীগণ তাই প্রশাসনের দৃষ্টি কামনা করছি এই ব্যাটারি চালিত গাড়িগুলো যানজট সৃষ্টি না করে
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss