কয়রা(খুলনা)প্রতিনিধিঃ মোঃ আল-আমিন ইসলাম
কয়রা উপজেলা প্রশাসন ও খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগােষ্ঠির সাথে জনসংযােগ শীর্ষক সেমিনার ১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি এম তারিক উজ জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা জেলা কর্মসংস্থান ও জন শক্তি অফিসের উপ পরিচালক প্রবীর দত্ত। তিনি তার বক্তৃতায় জেনে বুঝে বিদেশ যাওয়ার আহবান জানান। এবং সরকার অনুমােদিত রিক্রুিটং এঞ্জেস্নি এর মাধ্যমে বিদেশ যাওয়ার আহবান জানান। আলােচক ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম। উপসহকারী পরিচালক মােঃ ইকবাল হােসাইন এর সঞ্চলনায় অনুষৃঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভােকেট কমলেস কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিম আলম,উপজেলা যুব উন্নয়ন অফিসার জিএম রেজাউল করিম। বক্তৃতা করেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম।, প্রমুখ। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, সিএমসি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss