মোঃ এম এ খাঁন ইমন,
হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দিঘীরহাটের হেলিপ্যাঠের মাঠে দেশবেরণ্য বক্তা মাওলানা মুফতি মোঃ আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছিলো।আগামীকাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় প্রধান বক্তার মুল্যবান বক্তব্য দেওয়ার কথা থাকলেও
জেলা প্রশাসনের কাছে অনুমতি না নেওয়ায় সেটি বন্ধ করে দেন স্থানীয় প্রশাসক।
হাতীবান্ধা থানা ওসি জানান, মাহফিলের জন্য যে অনুমতির প্রয়োজন হয় জেলা প্রশাসক বরাবর সেই অনুমতি মাহফিল কমিটি নেয়নি। সেকারনে প্রশাসক মাহফিল বন্ধ করে দেন।
আজ সোমবার স্থানীয় সংসদ সদস্য সুপারিশ করলে ওসি জানান মাহফিলের জন্য যে অনুমতির প্রয়োজন হয় সেটি তারা নেয়নি। তাছাড়া মাহফিলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি না থাকায় স্থানীয় প্রশাসন অনুমতি দিচ্ছে না।।