মোঃ এম এ খাঁন ইমন।
হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে এক কৃষকের ২ বিঘা জমির ফসলে স্প্রে করে পুরে দিয়েছে দুর্বৃত্তরা।
বড়খাতা কেন্দ্রীয় মসজিদের খাদেম মোঃ নজরুল ইসলাম, বড়খাতার ৪ নং ওয়ার্ডের একজন বাসিন্দা। তার জমিতে কে বা কাহারা তার ২ বিঘা জমির ফসল নষ্ট করে দেয়।
নজরুল ইসলাম জানান, তিনি সকাল ৯ টায় মসজিদের দান বক্স খুলতে গেছেন। এদিকে সুযোগে সৎ ব্যবহার করে ২ বিঘা ভুট্টা ক্ষেতে স্প্রে করে ফসল নষ্ট করে দিয়েছে।
তিনি সুষ্ঠু বিচারের দাবি জানান এবং এলাকাবাসীরাও এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।