এম.শাহাবুদ্দিন দুর্গাপুর,রাজশাহী:
রাজশাহী দুর্গাপুর উপজেলায় বিভিন্ন স্থানে
অনুমতি বিহীনভাবে জমির শ্রেনি পরিবর্তন করে পুকুর খনন যেন না করা হয় সেজন্য গ্রামে গ্রামে গিয়ে দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জমির মালিকদের সতর্ক করেন।
পুকুর খনন রুখতে তিনি দিনে ও রাতের আধারে অভিযান পরিচালনা করছেন।
অভিযান বিষয়ে জানতে চাইলে সহকারি কমিশনার ভূমি কৃষ্ণচন্দ্র বলেন, দুর্গাপুরের কোথাও শ্রেণী পরিবর্তন করে পুকুর খননের অনুমতি নেই।
রাতের আধারে যারা পুকুর খননের চেষ্টা করছেন সেগুলোর রুখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি ও ভ্রাম্যমাণ করে জেল জরিমানা করা হচ্ছে।
যে সকল জমির মালিক পুকুর খননের জন্য অন্যদেরকে জন্য জমি দিচ্ছেন তাদেরকে বোঝানো হচ্ছে, যেন তারা জমি প্রদান না করেন।
তিনি আরো বলেন, অবৈধ পুকুর খনন রুক্তে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। যেন কোন ভাবেই অবৈধভাবে পুকুর খনন না হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss