নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
ডোমার আইডিয়াল একাডেমীর ১০ টি আকর্ষনীয় পুরস্কার অর্জন।
ইসলামিক ফাউন্ডেশন ডোমার কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় ডোমার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো:নাজমুল আলম বিপিএএ মহোদয় এর নিকট থেকে পুরস্কার নিচ্ছেন ডোমার আইডিয়াল একাডেমী।
বিজয়ী ছাত্র/ছাত্রীরা হামদ/ নাত – এ (ক ও খ) গ্রুপে প্রথম হয়েছে ৫ম শ্রেণির ছাত্র আমান উল্লাহ আমান,৮ম শ্রেণির ছাত্রী মোবাশ্বেরা ইসলাম।কোরআন তেলাওয়াতে খ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ৮ ম শ্রেণির ছাত্রী লাজিনা আক্তার,মোবাশ্বেরা ইসলাম, ১০ম শ্রেণির ছাত্রী আনিকা।
আযানে ক গ্রুপে ৩য় হয়েছে চতুর্থ শ্রেণির সাদিক।কবিতা আবৃত্তি – ৩য় হয়েছে ৫ম শ্রেণীর ছাত্রী মালিহা,রচনা প্রতিযোগিতায় (খ ও গ) গ্রুপে ২য় হয়েছে ৭ম শ্রেণির ওয়াকিয়া আক্তার রক্তি ও ১০ ম শ্রেণীর ছাত্রী আনিকা।
৩য় হয়েছে ১০ম শ্রেণীর ছাত্রী নেহা।তারা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় আরও ভালো করবে বলে আশা করছি।