মাহাবুল ইসলাম গাজীপুর:
গাজীপুরে ট্রেনের সাথে অটোরিকশা-কাভার্ডভ্যান-ট্রাকের ধাক্কায় ১ জন মারা গেছেন। আহত ৩ জন। তারা স্থানীয় হাসপাতালে ভর্তি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত এগারোটায় টঙ্গীর মধুমিতা এলাকায় হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস মধুমিতা এলাকায় পৌঁছালে, রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা সিটি করপোরেশনের একটি ডাম্প ট্রাক, ইট বোঝাই কাভার্ডভ্যান ও যাত্রীবাহী অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে উল্টে যায় যানগুলো। স্থানীয়দের চিৎকারে ট্রেনটি থামে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ঢাকা থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল। পরে রাত একটায় চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে নিলে একজন চিকিৎসারত অবস্থায় মারা যান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss