ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,মোঃঅহিদুজ্জামান লস্কর অপু:
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অন্তর্ভুক্ত নয়নপুর গ্রামের প্রধান সড়কে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। এতে দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ এলাকাবাসি। ভুক্তভোগি স্কুল-কলেজ শিক্ষার্থী, ব্যবসায়ী, অটো চালক, ভ্যানচালক,পথচারী ও স্থায়ী বাসীন্দা সহ অনেকেই। এছাড়াও এসব রাস্তা দিয়ে প্রতিনিয়ত রিক্সা অটোরিক্সা, সিএনজি, ভ্যানগাড়ি চলাচল করছে। পথচারীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অসাবধানতা ও অদক্ষ চালকের বেপরোয়া ভাড়ী যানবাহন ট্রাক ও ট্রলি চালানোর ফলে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এতে জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সড়কটি ঘিরে এলাকার হাজারো মানুষের বসবাস। সড়কের পাসে দুইটি মসজিদ, মাদ্রাসা, দুইটি কিন্টার্গাডেন স্কুল এবং একটি প্রাইমারী স্কুল রয়েছে।
এবং গ্রামীণ সরু সড়ক দিয়ে বালু ও পাথর বহনকারী ভাড়ী যানবাহন চলাচলের কারনে সড়কগুলো খানাখন্দে পরিনত হয়েছে।৷ সড়ক সংস্কার করা হলেও এ সকল যানবাহন চলাচলের কারনে এর সুফল পাচ্ছে না এলাকাবাসী। তারপরও প্রশাসনের টনক নড়ছে না।
মুদি দোকানি ও হোটেল ব্যবসায়ীরা জানান, বালু বহন করায় বালু কনা গুলো বাতাসে উড়ে এসে হোটেলের খাবারে পরার কারনে খাবার নষ্ট হয়ে যাওয়ায় আমরা ক্ষতির মুখে পড়ছি
প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss