মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের গঙ্গাদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রায় অনুপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় চলাকালীন সময়ে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের গঙ্গাদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুইজন সহকারী শিক্ষক অনুপস্থিত। এ বিষয়ে মুঠোফোনে প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান, আমি পাশের বাজারে আছি তার সাথে দেখা করতে চাইলে তিনি বলেন, আমি বাসায় চলে এসেছি। উক্ত বিদ্যালয়ের সহকারী দুইজন শিক্ষক না থাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন আজকে তারা ছুটিতে আছে। হাজিরা খাতা দেখলে জানা যায় যে, তারা মঙ্গলবার,বুধবারসহ আজ বৃহস্পতিবার স্কুলে আসেনি। পরবর্তীতে আবার প্রধান শিক্ষকের সাথে মুঠোফোনে এ বিষয়ে কথা বললে তিনি বলেন মনে হয় ৩ দিনের ছুটিতে আছেন।প্রধান শিক্ষক হয়ে আপনি মনে হয় কথা বলতেছেন কেন আপনি কি বিদ্যালয়ে ঐদিনগুলোয় উপস্থিত ছিলেন না জিজ্ঞাসা করলে তিনি কথাটি এড়িয়ে যান।
অপরদিকে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কুন্দনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করেই শ্রেণী পাঠদানের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি জানান,পতাকা উত্তোলনের দড়ি ছিঁড়ে যাওয়ায় দুই দিন পতাকা উত্তোলন করা হয়নি। এবং আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাঁশের সাথে ফিক্সড করে বেঁধে জাতীয় পতাকা উত্তোলন করে পাঠদান করান। উক্ত সময় বিদ্যালয়ে শুধু তিনি উপস্থিত ছিলেন, অন্যান্য সহকারী শিক্ষকগণ উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি জানান একজন ট্রেনিংয়ে আছেন,একজন অসুস্থ আর একজনের বাবা অসুস্থ হয়ায় অর্ধদিবসের মৌখিক ছুটি নিয়েছেন।
বিরামপুর দেশমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত না থাকায় কথা বললে তিনি জানান ,আমি ছুটিতে আছি অথচ সহকারী শিক্ষকগণ বলেন তিনি বিরামপুর উপজেলা পরিষদে কাজে গেছেন।
বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিনের সাথে মুঠো ফোনে কথা বলে জানা যায়,গঙ্গাদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক ছুটিতে নেই।বিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনারা বেগমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, যে বিদ্যালয়গুলোতে এমন ঘটনা ঘটেছে সে সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদের শোকজ করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss