আরিফ হোসেন রুদ্র, উপজেলা প্রতিনিধি রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাচন ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় রয়েছেন প্রায় হাফ ডজন প্রার্থী। আলোচিত প্রার্থীদের মধ্যে সিংহভাগই হচ্ছেন সরকার দলীয়। বর্তমান উপজেলা আওয়ামী লীগ ঘরনার সকল প্রার্থীই দলীয় সমর্থন ও প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করছেন। আগ্রহী প্রার্থীরাও দলীয় সমর্থন নিয়ে বৈতরণী পাড়ি দিতে চান।
বর্তমানে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় তুলছেন ভাইস চেয়ারম্যান পদে ৫/৬ জন প্রার্থী। তবে বিগত উপজেলা নির্বাচনে পরাজিত অনেক প্রার্থীই এ বছর নির্বাচন না করার পক্ষে অবস্থান নিয়েছেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন রায়পুর পৌরসভার তাঁতী লীগের সভাপতি বর্তমান রায়পুর পৌরসভার মেয়রের ছোট ভাই শিবলু ভাট। ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ সোহেল। প্রাতিষ্ঠানিক স্বনামধন্য ভি ডি ভয়েসের সাংবাদিক আজম খান। রায়পুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাকির পাটওয়ারী। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রানা দেওয়ানজী।
এদিকে বিএনপির কোনো প্রার্থীর নাম এখনো আলোচনায় উঠে আসেনি। বিগত নির্বাচনে জামায়াত এবং বিএনপির অনেক প্রার্থী মাঠে ছিলেন। এবারের নির্বাচনে প্রার্থী হবে কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন রায়পুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের সহধর্মিণী হাসিনা আক্তার। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং আরও দুই তিন জন । তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাউকে মাঠে প্রচারণায় অংশ নিতে এখনো দেখা যায়নি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss