ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী প্রিয়া খাতুন। এবছর ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেলিংয়ে সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকারী হয়ে স্বর্ণপদক অর্জন করেন কেশবপুরের প্রিয়া খাতুন। এর আগে সে উপজেলা, জেলা, বিভাগ ও বরিশাল অঞ্চল থেকে জয়লাভের পর রাজশাহীতে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। সাইকেলিংয়ে সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে প্রিয়া খাতুনের প্রথম হওয়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। প্রিয়া খাতুন কেশবপুর উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের শাহজাহান মোড়ল ও লাকি বেগমের মেয়ে। প্রিয়া খাতুন তার এ সাফল্যে খুশি প্রকাশ করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss