
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
মোঃঅহিদুজ্জামান লস্কর অপু:
আলহাজ্ব হাফেজ মোঃ আলতাফ হোসেন
প্রতিষ্ঠাতা, বিপদমুক্ত রাস্তা চাই ও হৃদয়ে সরাইল সামাজিক ও মানবিক সংগঠন সহ অনেক মানবিক কাজে সরাইলে প্রশংসিত। দীর্ঘ দিন ধরে নিরাপদ সড়ক, হৃদয়ে সরাইল সংগঠনের দায়িত্ব পাশাপাশি ব্যাক্তি উদ্যোগে এলাকার জন্য কাজ করছেন। বর্তমান সে একজন ব্যবসায়ি।তার মানবিক কাজ থেকে জনপ্রতিনিধি হওয়া ইচ্ছে ব্যক্ত করেন।তার আধুনিক চিন্তা চেতনায় তরুণদের নিয়ে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে তরুণ প্রজন্মকে মাদক মুক্ত করা তাঁর নির্বাচনে বড় চ্যালেন্জ।
দীর্ঘ দিন ধরে উনি সরাইলে তরুণ সমাজদের কাজ করার সুবাধে উনার তরুণ সমাজের আস্তার প্রতিক।সমগ্র উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে অন্যান প্রার্থীর তুলনায় ক্লীন ইমেজের অধিকারূ। প্রতিবেদকের সঙ্গে আলাপ কালে উনার ভবিষ্যত পরিকল্পনা এলাকার বেকার ও মাদক মুক্ত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করবেন।
সমগ্র সরাইল উপজেলা বাসির কাছে উনি আগামী দিনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।