কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধিঃ
০৮ ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার সকালে, “কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম” এ জেলা প্রশাসকের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় “জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্ট’২০২৪” এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরিফ। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ রেদয়ানুল হক দুলাল, , কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যগন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচ এ “ফুলবাড়ী বনাম কুড়িগ্রাম সদর” খেলায় কুড়িগ্রাম সদর ৩ পয়েন্ট নিয়ে বিজয় লাভ করে।
কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা দুইটি গ্রুপ এ বিভক্ত হয়ে অংশগ্রহন করবে, “ক” গ্রুপ (নাগেশ্বরী, রাজিবপুর, ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ) “খ” গ্রুপ (উলিপুর,চিলমারী,ভুরুঙ্গামারী, রাজারহাট, রৌমারী) নিয়ে টুর্নামেন্ট আয়োজিত হয়েছে।
খেলার ফিকচার :
গ্রুপ “ক”
০৮/০২/২৪ ইং দুপুর ২.০০টায় “ফুলবাড়ী বনাম কুড়িগ্রাম সদর”
০৯/০২/২৪ ইং দুপুর ২.০০টায় “রাজিবপুর বনাম নাগেশ্বরী”
গ্রুপ “খ”
০৯/০২/২৪ ইং দুপুর ৩.০০টায় “রৌমারী বনাম ভুরুঙ্গামারী”
১০/০২/২৪ ইং দুপুর ৩.০০টায় “উলিপুর বনাম রাজারহাট”
১১/০২/২৪ ইং দুপুর ৩.০০টায় “ চিলমারী বনাম ১০ তারিখের বিজয়ী দল”
গ্রুপ “ক” এর সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে ১২/০২/২৪ দুপুর ২.০০টায় এবং
গ্রুপ “খ” এর সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে ১২/০২/২৪ দুপুর ৩.০০টায়। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩/০২/২৪ইং ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss