মোঃ আব্দুল হামিদ(মেহেরপুর)প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে খাদ্য পন্য,কসমেটিকস, পোল্ট্রি ফিড সহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রী করার অভিযোগ প্রতিষ্ঠান মালিকের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর গ্রামে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে সদর উপজেলার শ্যামপুরে মন্ডল এন্টারপ্রাইজে প্রতিষ্ঠানে তদারকিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মুল্যে খাদ্য পন্য,কসমেটিকস, পোল্ট্রি ফিড সহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রী।
মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়মের অপরাধে প্রতিষ্ঠান মালিক মোঃ সামসুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যদের মধ্যে সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন