এম. শাহাবুদ্দিন,(দুর্গাপুর) রাজশাহী :
দুর্গাপুরে পানচাষিদের দাবির প্রেক্ষিতে পল্লী উন্নয়ন বোর্ড, পজীব-৩ এর আওতায় উপজেলার গোপালপুর পানপল্লীতে পানচাষিদের নিয়ে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ মহড়ার আয়োজন করেন উপজেলা প্রশাসন, পল্লী উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে পানচাষিদের আগুন প্রতিরোধ ও নিভানোর কৌশল দেখাতে মাঠে তৈরি করা হয় প্রতিকী একটি পানবরজ। সরেজমিনে এ মহড়া দেখতে আসেন গোপালপুর পানপল্লীর চাষি সহ এলাকার কয়েক হাজার নারী পুরুষ।
এরআগে পানচাষিদের নিয়ে বরজে আগুন প্রতিরোধ ও নিভানোর কৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও’র) কৃঞ্চ চন্দ্রের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে দেন উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক এ,কে, এম জাকিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, রাজশাহী জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ওমর ফারুক, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাইন আলী, গোপালপুর দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম, গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।