মোঃ সজিব শেখ, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা ২ আসনের ৫ বারের এমপি।
ডক্টর শ্রী বীরেন শিকদার কে
শুভেচ্ছা বিনিময় করেন
মাগুরা মহম্মদপুরের পাল্লা গ্রাম এর কৃতি সন্তান জনদরদী সাধারণ মানুষের বন্ধু
আলহাজ্ব সৈয়দ কেরামত আলী
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক
গ্রাম এর মানুষের ভালোবাসা নিয়ে তার পথ চলা শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি। স্বার্থ বিহীন গ্রামের মানুষের পিছনে ছুটে চলা। গ্রামের মানুষের সুখে দুঃখে পাশে থাকা। সকল প্রকারের সহযোগিতা করা। গ্রামের মানুষকে সঠিক পথ দেখানো। গ্রামের সাধারণ মানুষের পাশে থাকা।সকল কাজে গ্রামের মানুষ তাকে পেয়েছে। মাগুরা জেলার মোহাম্মদপুরের পাল্লা গ্রামের মানুষের মুখে হাসি ফোটানো যেন তার কাজ। আলহামদুলিল্লাহ।
আলহাজ্ব সৈয়দ কেরামত আলী
গ্রামবাসীর পক্ষ থেকে জানানো হচ্ছে। আপনাকে বুক ভরা ভালোবাসা। ফুলে ফুলে ভরে যাক আপনার এ ভুবন, রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক আপনার জীবন । দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে । আপনার এ জীবন যেনো সুখের সাগরে ভাসে । এই কামনা করি বিধাতার কাছে ।
শুভ কামনা রইল।
কথা- পাল্লা গ্রাম বাসী
পৃষ্ঠা -১
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss