নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
কিশোরগঞ্জের নীলফামারীতে অবমুক্ত করা হয়েছে প্রায় বিলুপ্ত একটি চিলপাখিকে।
সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদিনের উপস্থিতিতে এই পাখি অবমুক্ত করা হয়।
এ সময় সামাজিক বন বিভাগ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যয় জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বুড়িরডাঙ্গা থেকে এই চিলকে উদ্ধার করে আনা হয়।
সামাজিক বন বিভাগ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘উদ্ধার হওয়া চিল পাখিকে দু’দিন চিকিৎসা সেবা দেয়া হয়। পূর্ণ সুস্থ হওয়ার পর সোমবার অবমুক্ত করা হয়।