নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ডাকাত দলের ৬ সদস্য ও লুন্ঠিত মালামাল ক্রয়কারীসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
রবিবার(০৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সোমবার(০৫) সকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলো, শেখ ফরিদ (৩৫), আবুল কাশেম (৪২), নূরুল ইসলাম (২৯), মোক্তার হোসেন (৪৪), আল আমিন (২৯),রাজিব (২২) ও শিপন চন্দ্র সূত্রধর (৩৪)। তারা সকলেই নরসিংদী জেলার বাসিন্দা বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ জানুয়ারি শুক্রবার রাতে জেলার শিবপুর থানার যোশর ইউনিয়নের দেবালেরটেক গ্রামের মেজবাহ উদ্দিন মেজু নামে এক ব্যাক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৭ জনের ডাকাতদল বারান্দার গ্রীল কেটে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের এবং আলমারি থেকে নগদ ১৯ লাখ টাকা , ১৬ ভরি স্বর্ণলঙ্কার ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এসময় ডাকাতরা নগদ টাকাসহ ৫৩ লাখ ৩৬ হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে এঘটনায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। রবিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ ডাকাত সহ লুণ্ঠিত মালামাল কেনার অভিযোগে শিপন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, নগদ ৫ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, গলিত স্বর্ণ ১৭.৫২ গ্রাম , ১টি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss