নিজস্ব প্রতিবেদন দৈনিক প্রথমবার্তা, মোঃ বিল্লাল হোসেন
৪.২.২০২৪ ফেব্রুয়ারি সময় ৯.৭ মিনিট রবিবার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পূর্ব মেড্ডা ইমামবাড়ী তিতাস নদীর পাড় অবস্থিত হরযত শাহ সুফি পীরজাদা কালাগাজী রা: সাহেবের ৫০ তম ভক্ত মিলন মেলা প্রতি বছর ৪.৫
.৬ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এই সভায় বাজার কমিটি ও খাদেম এবং ভক্তবৃন্দ আশেকগণের সম্ভাবনে বাংলাদেশের নামি দামি বাউল শিল্পীদের দিয়ে বাউল গানের আয়োজনে যাক জমক করে তাদের পীরের মিলন মেলা অনুষ্ঠিত হয় এই মিলন মেলায় অনেক দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত বৃন্দ এবং পাগল ফকির সম্মানিত ব্যক্তিগণ গরু মহিষ নিয়ে এই মিলন মেলায় উপস্থিত হন এই মিলন মেলায় উপস্থিত থাকেন সাবেক কাউন্সিল র ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শেখ মোঃ মহসিন মিয়া। আরো উপস্থিত থাকেন এলাকার নামিদামি ব্যক্তিগণ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss