খুলনা প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকাল ৩ টায় খুবির সম্মেলন কক্ষে মোঃ আরিফুজ্জামান উজ্জ্বলের
সভাপতিত্বে সাধারণ সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ এস, এম, মাহবুবুর রহমান সহ সকল সদস্যদের উপস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুয়ায়ী আগামী এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেবুব হাসান মিথুনকে সভাপতি এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্নিলের
তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ আজিজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সাইফুল্লাহ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক সাদিয়া সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক শামস উল আরেফিন, অর্থ সম্পাদক হাবিবুল্লাহ বেলালী, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ইমাম হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম, কার্য-নির্বাহী সদস্যরা হলেন আরিফুজ্জামান উজ্জ্বল, মোঃ ফারুক হোসেন, মোঃ হোসেন আলী, বিজলী মুন্ডা ও আবু ওয়াকিদ সাবির।