মোঃ এম এ খাঁন ইমন
হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশের উপস্থিতিতে অন্তঃসত্ত্বা নারী সহ দুই নারীকে বেধম মারধরের অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক ও ইছাহাক সহ আরও কয়েকজনের বিরুদ্ধে।
শনিবার বিকেলে নওদাবাস ইউনিয়নের কেতকিবাড়ি আয়শার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় তনছের আলির সাথে ঐ এলাকার আব্দুর রাজ্জাক ও এছাহাক আলীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
আর সরজমিনে তদন্ত করতে যান হাতীবান্ধা থানা পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতিতে আব্দুর রাজ্জাক ও এছাহাক পক্ষের লোকজন গ্রুপ হয়ে তনছের আলির লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।
সেই হামলায় তনছের আলির বোন মাহামুদা বেগম ও তার ছোট ভাইয়ের স্ত্রী অন্তঃসত্ত্বা শিল্পী বেগম গুরুতর আহত হয়।
আহত ব্যক্তিদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে আনা হয় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
তবে এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রাজ্জাক ও এছাহাক পক্ষের লোকজন।
তবে তাদের দাবী তারাই মারধরের স্বীকার হয়েছেন ।
তবে হাতীবান্ধা থানা পুলিশ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে।