দৈনিক প্রথমবার্তা নিজস্ব প্রতিবেদন মোঃ বিল্লাল হোসেন:
রবিবার ঢাকা সিলেট মহাসড়ক উচ্ছেদ অভিযান ব্রাহ্মণবাড়িয়া জেলা উচ্ছে দ অভিযান চলে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের সাথে কথা বলেন হাইও য়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলে সড়ক পরিবহন আইনে মহাসড়কের ১০ মিটার দূরত্ব কোন দোকান পাঠ থাকতে পারবে না আরো বলে আমি এক বছর হয়েছি এখানে আছি আমি তাদেরকে প্রতিদিন বলি তারা শুনেনা আমি এই উচ্ছেদ অভিযান চালিয়েছি জনগণের চলার স্বার্থে জনগণ যেমন সুন্দর ভাবে চলা ফেরা করতে পারে কোন অসুবিধা যেন না হয়