মাহাবুল ইসলাম গাজীপুর
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা চলছে। ফজরের পর থেকে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক।
আজ রোববার সকাল ৯টা থেকে ৯.৩০টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। আর এই আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
এরই মধ্যে আখেরি মোনাজাতে শরিক হতে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে। মোনাজাতে শরিক হতে বিপুলসংখ্যক মহিলাও টঙ্গীর আশপাশে এসে অবস্থান নিয়েছেন।
মাওলানা জিয়াউল হকের বয়ানের পর শুরু হবে হিদায়াতী তথা দিক নির্দেশনামূলক বয়ান। হিদায়াতী বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
ইজতেমার এই পর্বে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডান, লিবিয়া, আফ্রিকা, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, সৌদি আরব, ইংল্যান্ডসহ বিশ্বের ৭২টি দেশ থেকে ৮ হাজারের বেশি মুসল্লি অংশ নিয়েছেন।
মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের
মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
আখেরি মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নিয়েছে। গণযোগাযোগ অধিদপ্তর ইজতেমা ময়দান থেকে আবদুল্লাহপুর ও বিমানবন্দর রোড পর্যন্ত এবং গাজীপুর জেলা তথ্য অফিস ইজতেমা ময়দান থেকে চেরাগাআলী, টঙ্গী রেলস্টেশন, স্টেশন রোড ও আশপাশের অলিগলিতে পর্যাপ্ত মাইক সংযোগের ব্যবস্থা করেছে।
মুসল্লিদের ইজতেমা ময়দানে আসা এবং আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের বাড়িফেরা নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গীমুখী সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। ইজতেমায় মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার্থে শনিবার দিবাগত রাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস-টঙ্গী, মীরের বাজার থেকে টঙ্গী অংশসহ আশপাশের সড়কে সাধারণ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ট্রাফিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
এদিকে, অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে গতকাল রাতে ইজতেমায় আগত আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।