মাহাবুল ইসলাম গাজীপুর
চলতি বছরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষ্যে যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। কাল রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে অনেক মুসল্লি আসবেন, তাই আজ শনিবার রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন জিএমপির উপকমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান।
তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আবদুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, আবদুল্লাহপুর থেকে কামারপাড়া রোড হয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড পর্যন্ত সড়ক, আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত এবং মিরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সেক্ষেত্রে ঢাকাগামী লোকজন ও যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে তিনশ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। যেসব লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাইল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে চলে যাবেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss