মাহাবুল ইসলাম গাজীপুর
ইজতেমা ময়দানে এলোমেলোভাবে দোকান বসিয়ে যানজট সৃষ্টির অভিযোগে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪৫ জন হকারকে আটক করেছে। শনিবার তাদের আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানার সেকেন্ড অফিসার এসআই ইয়াসির আরফাত জানান, সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায় হকার বসে কৃত্রিম যানজট সৃষ্টির অভিযোগে টঙ্গী পূর্ব থানায় ২১ জন হকারকে আটক করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, আটক হকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ফুটপাত বন্ধ করে মুসল্লিদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টির অভিযোগে ২৪ জন হকারকে আটক করা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss