এম শাহাবুদ্দিন (দুর্গাপুর) রাজশাহী
সদ্য অনুষ্টিত জাতীয় সংসদ নির্বাচনের পর দুর্গাপুর উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙ্গা অবস্থানে।
সংসদ নির্বাচনের পরপরই ঘোষণা হয় উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ অনুষ্টিত হবে। এ ঘোষণার পর থেকেই দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের কয়েকজন মনোনয়ন প্রত্যাশীর নাম পাওয়া গেছে।
মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, পৌর আওয়ামী লীগের সভাপতি আজার আলী,
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান দুর্গাপুর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম, ইস্তাজুল ইসলাম( বাপ্পী), মহিলা চেয়াম্যান বানেছা বেগম।
এদিকে, দীর্ঘদিন রাজনীতি থেকে ছিটকে থাকা বিএনপিও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন উপজেলা বিএনপির সিনিয়র নেতারা।তবে আরো জানান, দলটির কেন্দ্রীয় নেতাদের কাজ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন নির্দেশনা আসেনি। তবে তৃণমূল বিএনপির অনেকেই নির্বাচনে অংশ গ্রহণের ইঙ্গিত দিচ্ছেন।
এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মোতালেব, দুর্গাপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর জলিদা বেগম ও ঝর্ণা বেগম,মহিলা নেত্রী শারমিন পলি এবং উদ্যোক্তা জলি বেগম আবারও নির্বাচনী লড়াইয়ে নামছেন। যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের লড়াই সংগ্রাম শেষ করে দেশ স্বাধীন করেন। পরে দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে প্রথম নির্বাচিত হয় এবং ২০১৯ সালের নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজ।তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এমনকি জেলা পরিষদের সদস্য হিসেবেও পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয় ১৯৭১ সালে দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযোদ্ধাদের সাথে অংশগ্রহণ করেন।
এদিকে, পৌর আওয়ামী লীগের সভাপতি আজহার আলী। তিনিও তৃণমূল ছাত্র রাজনীতি থেকেই গড়ে ওঠা। ২০০১ সালে বিএনপি-জামাতের হাতে নির্যাতিত। এমনকি, উপজেলা ছাত্রলীগ, যুবলীগেরর দায়িত্ব পালন করেছেন আজহার আলী। বর্তমানে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রীর ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে স্মার্ট রাজনীতিতে তৃণমূল সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছেন সাবেক তুখোর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তরুণ রাজনীতি হিসাবে তৃণমূলে এগিয়ে আছেন।
এদিকে,জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ সরদার ২০০৯ সাল হতে ২০১২ এক মেয়াদ উপজেলা পরিষদের চেয়াম্যানের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন তিনি রাজনৈতিক ব্যাড়াকলে আটকে পড়ে আছেন। দফায় দফায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে বিরোধিতা করেছেন। এমনকি সদ্য জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরোধিতা করে বিদ্রোহীকে সমর্থন করায় রাজনীতির মাঠে বিতর্ক অবস্থান করেছেন তিনি।
এদিকে, তিন তিন বারের উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী
হিসেবে দায়িত্ব পালন করছেন বানেছা বেগম। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তার ব্যাপক সুনাম রয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে এই নেত্রী রয়েছে সুনামের সাথে।
অন্যদিকে, রিয়াজুল ইসলাম রেন্টু।
পরপর দুই মেয়াদ উপজেলা দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরর দায়িত্ব পালন করে চলেছেন। ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকালে তার রাজনৈতিক হিসেবেই বেড়ে ওঠা। তবে তরুণ রাজনীতি হলেও এলাকা রয়েছে তারও সুনাম। শুধু তাই নয় ব্যবসায়িত্বে রয়েছে তার সফলতা।
নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনিও এবার উপজেলা পরিষদের প্রত্যাশী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রচার প্রচারণাও শুরু করেছেন তিনি। তিনি বর্তমানে নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সত্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম। হঠাৎ করেই রাজনীতিতে তার নাম ভেষে বেড়াচ্ছে। আওয়ামী লীগ পরিবারের হলেও রাজনীতির মাঠে একেবারেই নতুন। তবুও সে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী।
বিশিষ্ট ব্যবসায়ী ইস্তাজুল ইসলাম (বাপ্পি),তিনিও আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী।
তরুণ রাজনৈতিক নেতা শরিফুজ্জামান শরীফ স্থানীয় সাংবাদিকদের জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে একদিনের জন্যও মাঠ ছাড়িনি। নেতাকর্মীর পাশে থেকেছি। খেটে-খাওয়া সহজ-সরল মানুষদের জন্য কিছু করার অভিপ্রায় নিয়ে ছাত্রজীবনেই আমার রাজনীতিতে আসা। দীর্ঘদিন ছাত্রলীগের দায়িত্ব পালনে তৃণমূল সাধারণ মানুষের পাশেই ছিলাম। আগামীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশি। দলীয় মনোনয়ন পেলে আমি নির্বাচন করব। এমনকি উপজেলার সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাব।
আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে আলোচনায় রয়েছেন পুরনো প্রার্থীর পাশাপাশি কিছু নতুন মুখ। সব মিলিয়ে আরেকটি নির্বাচনী লড়াইয়ের জোর প্র
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss