এস কে রাসেল দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের দৌলতপুর হিন্দু পাড়া মাটির রাস্তায় ইট বিছানো কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সিসি বিহীন ও মোটা রডের বদলে হালকা রড,বাজে ইট, বালু আর মাটি দিয়ে সম্পন্ন করা হচ্ছে সরকারি রাস্তার কাজ। অনিয়ম হলেও যেন দেখার কেউ নাই।
অভিযোগে জানা যায়, দৌলতপুর উপজেলার সিদাম ঘোষের বাড়ি হইতে মাদ্রাসা পর্যন্ত রাস্তার গাঁইট ওয়াল যে ভাবে করার কথা সেভাবে হচ্ছে না। দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের তত্ত্বাবধানে রাস্তাটির প্রস্থ ওই ইটের কাজের জন্য সরকারি তহবিলের অর্থ বরাদ্দ দেওয়া হয় মোটা অংকের টাকা। মাটির রাস্তায় দুই স্তরের সোলিং আর হেরিংবোমসহ গাইড নির্মাণের নির্দেশ দেয়া থাকলেও মানা হচ্ছে না কোনটাই। এলাকাবাসীর অভিযোগে জানা যায়, রাস্তার কাজে সব নিম্নমানের।
এব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোঃ মানিক মিয়া ফোনদিলে তিনি ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে ওই কাজের দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুর রহমান জানান, এখানে যে ভাবে কাজ হওয়ার কথা ছিল ঠিক ওইভাবে কাজ হয়নি কাজে অনিয়ম দেখা গেছে এজন্য কাজ বন্ধ রয়েছে সাংবাদিক তথ্য নিতে গেলে তিনি বলেন আগামী রবিবার তথ্য দেব
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss