শেখ মোহাম্মদ নাসির কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়া কুমারখালীতে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ০২ ফেব্রুয়ারী ২০২৪ এ বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি,এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিল ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭৮ কুষ্টিয়া -৪ নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এম পি, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বৃন্দ ছিলেন, জনাব আব্দুল মান্নান খান, চেয়ারম্যান, কুমারখালী উপজেলা পরিষদ, কুষ্টিয়া। জনাব শামসুজ্জামান অরুণ, মেয়র, কুমারখালী পৌরসভা, কুষ্টিয়া। জনাব মোঃ মাহবুবুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কুমারখালী, কুষ্টিয়া। জনাব মোঃ আমিরুল আরাফাত, সহকারী কমিশনার(ভূমি),কুমারখালী, কুষ্টিয়া।জনাব ডাঃ মোঃ রাশেদ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কুমারখালী কুষ্টিয়া।জনাব ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কুমারখালী, কুষ্টিয়া। জনাব মোঃ আকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, কুষ্টিয়া। জনাব কাজী এজাজ কায়সার, উপজেলা শিক্ষা অফিসার, কুমারখালী, কুষ্টিয়া। উক্ত অনুষ্ঠানে, কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,জনাব সন্তোষ কুমার মোদক এর এ সভাপতিত্বে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষনা করা হয়।