মোহাম্মদ বিল্লাল হোসেন, নিজস্ব প্রতিবেদক, সরাইল।
দৈনিক বাজার মূল্য হতদরিদ্রদের হাতের বাইরে চলে গেছে। বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বজার দাম নিয়ে রিতিমতো হতাশ হচ্ছেন সাধারন জনগন।
৩১.১.২০২৪ তারিখ রোজ বুধবার সরাইল উপজেলা কালিগচ্ছ বাজারে হতদরিদ্র নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দৈনিক বাজার দাম তাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। তাদের সীমিত আয়ে এই বাজারে টিকে থাকা এক রকম কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে।
একজন দিনমজুর দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা রোজগার করে। তার পরিবারের সদস্য পাঁচজন। সে বাজারে গিয়ে তার দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্য দ্রব্যগুলোও তার চাহিদা মতো কিনতে সক্ষম হচ্ছেন না।
একজন রিক্সা চালকের দৈনিক আয় ৫০০ টাকা। বাজারে গেলে পিয়াজ আর তেল কিনলে আর চাউলের টাকা থাকে না।
একজন প্রাইভেট কোম্পানির কর্মচারী মাসে ১৫০০০ টাকা বেতন পেলেও তার যাবতীয় মৌলিক চাহিদা পূরনের পর মাস শেষে ফ্যামিলির খরচ দিয়ে তার সংসারে হিমশিম খায়।
দ্রব্যমূল্যের এরকম উর্ধ্বগতিতে সাধারন জনগন তাদের জীবনের চরম হতাশা ভোগ করছে। এই অবস্থা আর কিছুদিন বিরাজমান থাকলে সাধারন জনগনের পক্ষে বেঁচে থাকা অনেকটা চ্যালেন্জিং হয়ে যাবে।
তাই এই সমস্যার সমাধান করার এখন সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss