নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
পেঁপে বীজ আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর) মাসে বপন এবং বপনের ৪০-৫০ দিন পর পৌষ(ডিসেম্বর-জানুয়ারি) মাসে চারা রোপণের উপযুক্ত সময়।
ভালো ফলন পেতে চারা রোপণের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব ২ মিটার। গাছ থেকে গাছ ২ মিটার দূরে দূরে দূরে ৬০X৬০X৬০ সেমি আকারে গর্ত করে চারা রোপণের ১৫ দিন পূর্বে গর্তের মাটিতে সার মিশাতে হবে। পানি নিষ্কাশনের জন্য ২ সারির মাঝখানে ৫০ সেমি নালা রাখতে হবে।
সার ব্যবস্থাপনা: প্রতি গাছে ১৫ কেজি জৈব সার, ৫৫০ গ্রাম ইউরিয়া সার, ৫৫০ গ্রাম টিএসপি সার, ৫৫০ গ্রাম এমওপি সার, ২৫০ গ্রাম জিপসাম সার, ২৫ গ্রাম বোরাক্স সার এবং ২০ গ্রাম জিংক সালফেট সার একত্রে ভালভাবে প্রয়োগ করতে হয়। ইউরিয়া ও এমওপি সার ছাড়া সব সার গর্ত তৈরির সময় প্রয়োগ করতে হবে। চারা লাগানোর পর গাছে নতুন পাতা আসলে ইউরিয়া ও এমওপি সার ৫০ গ্রাম করে প্রতি ১ মাস পর পর প্রয়োগ করতে হয়।
গাছে ফুল আসলে এ মাত্রা দ্বিগুণ করা হয়।