
নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
মানুষের ভালোবাসা ও দোয়ায় চিরনিন্দ্রায় শায়িত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সাবেক সদস্য, নীলফামারী জেলার সাবেক আমীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট মোঃ আবদুল লতিফ রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন একজন সুশিক্ষক, তাঁর অনেক ছাত্র দেশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত,কেউ সফল রাজনীতিবিদ, ব্যবসায়ী । তিনি ছিলেন একজন নামকরা আইনজীবী।
সেই সাথে ছিলেন দ্বীনের একজন দাঈয়ী,সফল সংগঠক,যার বলিষ্ঠ নেতৃত্ব, পরিছন্ন, দৃঢ় ও ত্যাগী মনোভাব জেলা সংঠনের ভীত করেছে মজবুত। যার হাতে তৈরি হয়েছে অসংখ্য দাঈয়, নেতা ও কর্মী। তার সন্তানের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায়
নেমেছিল জনতার ঢল । অশ্রুসিক্ত নয়নে দোয়ায় শামিল হয়েছিল হাজার হাজার মানুষ।
মানুষের ভালোবাসা ও দোয়ায় চিরনিন্দ্রায় শায়িত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সাবেক সদস্য, নীলফামারী জেলার সাবেক আমীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট মোঃ আবদুল লতিফ রাহিমাহুল্লাহ।তিনি ছিলেন একজন সুশিক্ষক, তাঁর অনেক ছাত্র দেশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত,কেউ সফল রাজনীতিবিদ, ব্যবসায়ী ।তিনি ছিলেন একজন নামকরা আইনজীবী।
সেই সাথে ছিলেন দ্বীনের একজন দাঈয়ী,সফল সংগঠক,যার বলিষ্ঠ নেতৃত্ব, পরিছন্ন, দৃঢ় ও ত্যাগী মনোভাব জেলা সংঠনের ভীত করেছে মজবুত। যার হাতে তৈরি হয়েছে অসংখ্য দাঈয়, নেতা ও কর্মী। তাঁর সন্তানের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায়
নেমেছিল জনতার ঢল । অশ্রুসিক্ত নয়নে দোয়ায় শামিল হয়েছিল হাজার হাজার মানুষ।