মাহাবুল ইসলাম
মায়মানসিংহ শহরের ফুলপুর থানা বাসস্ট্যান্ড মোরে এলাকায় থেকে এক অজ্ঞাত ব্যক্তির উদ্ধার করেছে পুলিশ।
৩০ জানুয়ারি মঙ্গলবার সকালে বাসস্ট্যান্ডের ইমাম লাইন কাউন্টারের সামনে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৬.৩০ মিনিটে ভর্তি করানো হয় সকাল ০৯.১০ মিনিটে সময় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডাঃ আশরাফুল আলম সিয়াম তাকে মৃত্যু ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা যায়,শ্বাসকষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়েছে । ব্যক্তির বয়স ৫০ বা ৫৫ বসর।ওখানো ডিউটিতে নিয়োজিত থাকা অফিসার এসআই শাহাদাত হোসেন মুন্না বলেন ।প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার রাতে থেকে ব্যক্তির এখানে সুরে ছিলো ।এখন তার কোন ঠিকানা পাইনি বলেন ফুলপুর থানা এস আই শাহাদাত হোসেন মুন্না বলেন । কেও চিনে থাকলে বা কারো আত্মীয় স্বজন হয়লে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো ।অজ্ঞাত ব্যক্তির লাশ মায়মানসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এই অজ্ঞাত ব্যক্তির তদন্ত চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।