সত্যের সন্ধানে - কিছু কথা -
মাগুরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ মিন্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক সৈয়দ সোহাগ আলী--মাগুরা ও মহম্মদপুরের সাধারণ মানুষের বন্ধু জনাব: মোহাম্মাদ মিন্টু বিশ্বাস ও সৈয়দ সোহাগ ও হাসানুজ্জামান হাসান মহম্মদপুর পাল্লা। বঙ্গবন্ধুর সৈনিক । আমারা মাগুরা বাসী গর্বীত। তাদের আদর্শ নরম সরল সহজ ভাবে অসহায় মানুষের পাশে দাড়ানো। আমরা মাগুরা বাসী দেখেছি। এরাই আশল বঙ্গবন্ধুর সৈনিক। নতুন কিছু করাই তরুণের ধর্ম। —। আপনাদের সাফল্য যেন, আমাদেরও সাফল্য! নিপীড়িত-নির্যাতিত মানুষের কন্ঠস্বর হয়েছেন, সেই দোয়া করছি। সব সময় করিও।গতকাল চলে গেছে, আগামিকাল এখনো আসেনি, আমাদের জন্য আছে আজকের দিন, এখনই শুরু করা যাক। — আমরা মহম্মদপুর বাসী / আপনার জন্য । শুভকামনা সদা সর্বদা।বিপ্লবী হতে চাও? বিপ্লবের প্রথম শর্ত, শিক্ষিত হও। — আপনার ভিতর সকল কিছু বিদ্যমান। আমরা দেখেছি ও পেয়েছি। মাগুরা বাসী ধন্য আপনাকে পেয়ে। আমিও বলছি, আলহামদুলিল্লাহ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss