শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বেশি শীত পড়ায় আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন অনেকে।

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ১৩১ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃগোলাম রব্বানী।

 

গত কয়েকদিন ধরেই বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ চলছে। ঘন কুয়াশার কারণের অনেক এলাকায় সূর্যের মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না।এর মধ্যেই বইছে হিমশীতল বাতাস। এতে সারা দেশেই জনজীবন বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।কিন্তু এই পরিস্থিতি আর কতদিন চলবে।এবছর শীতই-বা থাকবে কতদিন।এমন সব প্রশ্নই এখন ঘুরছে শীতে কাবু সাধারণ মানুষের মুখে মুখে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ দফায় সারা দেশে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, সেটি আরও অন্ততঃ কয়েক দিন স্থায়ী হতে পারে।এই সময়ের মধ্যে অনেক এলাকা ঘুরে দেখা যায় খর বিভিন্ন গাছের পাতা দিয়ে ডান্ডা নিবারন করছেন সাধারণ মানুষ।

জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সারা দেশে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

এছাড়া গত কয়েক বছরের তুলনায় এবার শীত একটু বেশি সময় স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তারা।

এ বছর জানুয়ারির শুরু থেকেই সারা দেশে শীতের তীব্রতা বেশ বেড়েছে।বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহও বয়ে যেতে দেখা যাচ্ছে।

বাংলাদেশে এ বছর বেশি শীত অনুভূত হওয়ার কারণ কি শৈত্যপ্রবাহ, আরও কতদিন চলবে। ১৫ ডিসেম্বর ২০২৩

তীব্র শৈত্যপ্রবাহ না চললেও প্রচণ্ড শীতে ঢাকাসহ সারাদেশেই জনজীবন বিপর্যস্ত হতে দেখা যাচ্ছেছবির উৎস।

প্রচণ্ড শীতে ঢাকাসহ সারাদেশেই জনজীবন বিপর্যস্ত হতে দেখা যাচ্ছে।এর মধ্যে বছরের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে, যা শুরুতে রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল।কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে শৈত্যপ্রবাহ অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়ে।

সারা দেশের ২১টি জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শীতের প্রকোপ সারা দেশেই টের পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102