মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকি অবস্থিত হযরত দয়াল বাবা রুক্কু শাহর মাজার শরিফ।
প্রতি বছর ৫ জানুয়ারি মাজার কমিটি ও মাজার খাদেম এবং তার ভক্ত আশেকানদের সমন্বয়ে বাংলাদেশের নামীদামী বাউল শিল্পীদের দিয়ে বাউল গানের আয়োজনে অনেক জাঁকজমক করে তাদের পীরের মৃত্যু বার্ষিকী করতো।
কিন্তু এবার জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২২ দিন পর ২৭/০১/২০২৪ ইং পালন করতে হচ্ছে হযরত দয়াল বাবা রুক্কু শাহর ২৬ তম মৃত্যু বার্ষিকী,নির্ধারিত তারিখে অনুষ্ঠানটি না করার কারণে দূর-দুরান্তের ভক্ত আশেকানদের আগমনে পরেছে ভাঁটা,প্রতি বছর যে সকল ভক্তরা তাদের পীরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বড়ো অংকের অর্থের যোগান দিতো এবার তাদের মধ্যে কেউ আসতে না পারার কারণে প্রতি বছরেরনেয় এবার আসছেনা তেমন নামীদামী বাউল শিল্পী।
মাজার কমিটির সভাপতি ৮ নং নটকী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তুহিন বলেন আমরা মাজার কমিটি ও আসে পাশের ভক্ত আসেকান্দের নিয়ে মোটামুটি ভাবে এবারের মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানটি আয়োজন করেছি,বাউল শিল্পী এবার কে কে আসবে এমন এক প্রশ্নের জবাবে তুহিন চেয়ারম্যান বলেন,এবারের বাউল শিল্পী বি-বাড়িয়ার শরীফ উদ্দিন ও তার দল আর থাকবে আমাদের এলাকার চার পাঁচ জন হযরত দয়াল বাবা রুক্কু শাহর ভক্ত বাউল শিল্পী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হারুন আল রশিদ সরকার,মো: ফরিদ মিয়া,প্রধান খাদেম খুরশিদ মিয়া ও সাইফুল ইসলাম (সিনিয়র ভাইরাস প্রেসিডেন্ট ৮ নং টনকি আওয়ামী যুবলীগ)।