নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকসহ ৭ জন মাদক কারবারি ও ভিন্ন ভিন্ন অপরাধে ১৭ সহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
শনিবার (২৭জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার আরেফিন সিদ্দিকী। তিনি জানান, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে সমাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজ থেকে মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তার করে মাদক নির্মূল সহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিশেষ অভিযানে ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট নরসিংদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪২ কেজি গাজা, ২ বোতল ফেন্সিডিল ও ১৭৭ পিস ইয়াবা উদ্ধারসহ ৭ জন মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে ১৭ জন সহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে তিনি আরও জানান, নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ১৯ টি গ্রেফতারি পরোয়ানাও নিষ্পত্তি করা হয়।