দৈনিক প্রথম বার্তা সরাইল উপজেলা মোঃ বিল্লাল হোসেন:
এ্যাডভোকেট মামুনুর রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির শোকের ছায়া ।দৈনিক প্রথম বার্তা সরাইল উপজেলা মোঃ বিল্লাল হোসেন ২৬.১.২০২৪ শুক্রবার কসবা উপজেলা কাইয়ুমপুর ইউনিয় ন মোহনপুর গ্রামে উনার নিজ বাড়িতে মৃত্যু বরণ করে মামুনুল রশিদের মৃত্যুকালীন বয়স ৪৭ মামুনুল রশিদেরবাবাআমিরহোসেনবলেন আমার ছেলে দীর্ঘদিন যাবত লিভার জন্টি সে আক্রান্ত ছিলেন মইনুল হোসেন বলে মামুনুর রশিদের তিনটি ছেলে একটি মেয়ে রেখে যায় আইনজীবী সমিতির খবর পেয়ে নবনির্বাচিত সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন দেখতে যায়