আজিজুল হক চৌধুরীঃচট্টগ্রামের বোয়ালখালীতে ১০০ শত লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের গুচ্ছ গ্রাম এলাকায় এরশাদের লেবুর আড়তের সামনে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ২ জন আটক করেছে থানা পুলিশ।
মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে এসআই মোবারক হোসেন সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে আব্দুল খালেক ও ইমন হোসেনকে আটক করেন, আটককৃত আব্দুল খালেক উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৭নং ওর্য়াড চর খিদিরপুর এলাকার ফজল আহমদের ছেলে এবং ইমন হোসেন (১৯) একই গ্রামের আলী আহমদের ছেলে।
বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন জানান,
আটককৃত ২ জনের নামে বোয়ালখালী থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদককে বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss