এম. শাহাবুদ্দিন (দুর্গাপুর) রাজশাহী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী - ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারাকে বিশাল গণসংবর্ধনা দিয়েছে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ ।
শুক্রবার (২৬ জানুয়ারি ) বিকেলে দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফিরোজ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী- ৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমপি আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আমার দলের নেতা-কর্মীদের বলব, শুধু
রাজনীতি করলে হবে না, মানুষের পাশে যেতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। কার কি দুঃখ-কষ্ট আছে, তা দূর করার চেষ্টা করতে হবে এবং অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। কারণ রাজনীতি নিজের জন্য নয়, মানুষের জন্য। তাই মানুষের দুঃখ-কষ্টে সবাইকে এগিয়ে আসতে হবে।
এমপি দারা আরও বলেন, আমরা যারা রাজনীতি করি তাদের রাজনীতি করার একমাত্র লক্ষ্য হল দেশের জনগণের সেবা করা। যদি আমরা সঠিকভাবে এ দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমাদের রাজনীতি করার কোন সার্থকতা আসবে না। জনগণের সেবা, উন্নয়ন একজন রাজনৈতিক ব্যক্তির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আমিও আপনাদের মতো মানুষ। আমারও আপনাদের মতো ভুল-ত্রুটি হতে পারে। বিগত সময়ে এ আসনের এমপি থাকা অবস্থায় কাজ করতে গিয়ে ভুল হতেই পারে। আমার ভুল কতখানি আর এলাকার উন্নয়ন কতখানি করেছি এই দুই মিলে আপনারা সিদান্ত নেবেন।
এসময়, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবু ওবায়দা মাসুম, দুর্গাপুর পৌর-আওয়ামীলীগের সভাপতি আজাহার আলী, সকল ইউপি চেয়ারম্যানগণসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, দুর্গাপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
পরে দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য এমপি আব্দুল ওয়াদুদ দারাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss