মোঃ আসাদুজ্জামান আপেল, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে মাসব্যাপী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুবর্ধ-১৬ অ্যাথলেটিক্স ও গ্রামীণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ উদ্বোধন করায় হয়৷
এসময় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম মালেক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে এসময় জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি সরকার সরকারী শিশু পরিবারের বালক বালিকারা অংশগ্রহণ করে।